মুক্তছন্দ শারদ সংখ্যা ২০২০
মুক্তছন্দের নবতম এবং অভিনব উপহার - সম্পূর্ণ সংগীত বিষয়ক অনলাইন শারদ পত্রিকা, মুক্তছন্দ শারদ সংখ্যা ২০২০। শুধুমাত্র সঙ্গীত কে বিষয়ে করে অনলাইন শারদ সংখ্যা - বিষয়টি সত্যিই অভিনবত্বের দাবি রাখে। সংগীত বিষয়ক বিবিধ প্রবন্ধ আলেখ্য, স্মৃতিকথা, স্বরচিত ও সুরারোপিত সঙ্গীত - সঙ্গীতের বিভিন্ন বিভাগকে স্পর্শ করে এই পত্রিকা সকলের মনে স্থান করে নেবে এই কামনা করি।









