মনিপুরনৃপদুহিতা
শ্রীদেবাশীষ ব্যানার্জী
রবীন্দ্রনাথ লিখেছেন চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে অর্জুন দ্বাদশবর্ষব্যাপী ব্রহ্মচর্য গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মনিপুরে । বেশির ভাগ মানুষের ধারণা এই মনিপুর বর্তমান ভারতের রাজ্যগুলির মধ্যে একটি যেটা মানচিত্রে দেখা যায় ভারতের পূর্ব দিকে ত্রিপুরা রাজ্যের পাশে । কিন্তু চিত্রাঙ্গদার জন্মস্থান বর্তমান ভারতের মনিপুর রাজ্য নয়, অন্ধ্র ও উড়িষ্যার সীমান্তে ছিল এই মনিপুর রাজ্য । বর্তমানে এই স্থানের নাম মান্নালুর । অর্জুন মণিপুরে এলে সেখানকার রাজা চিত্রভানু তাকে সাদরে অভ্যর্থনা করেন । অর্জুন চিত্রাঙ্গদাকে দেখে বিচলিত হয়ে পড়েন এবং রাজার কাছে তাঁর কন্যাকে বিয়ের প্রস্তাব দেন । চিত্রভানু তখন তাদের বংশের কাহিনী জানান । এই বংশের পূর্বপুরুষের নাম প্রভঞ্জন, ইনি মহাদেবের তপস্যায় বর পান যে, তার বংশে প্রতি পুরুষের একটি করে সন্তান হবে অর্থাৎ চিত্র ভানুর একটি মাত্র সন্তান চিত্রাঙ্গদা । বিয়ের শর্ত হয় চিত্রাঙ্গদা ও চিত্রাঙ্গদার সন্তান এই মনিপুরেই থাকবে ও রাজত্ব করবে । বিয়ের পর অর্জুন তিন বছর ছিলেন এবং আবার দক্ষিনে তীর্থযাত্রায় বার হয়ে যান । চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে গ্রামবাসীগণের গান -
হো এল এল এল রে দস্যুর দল
গর্জিয়া নামে যেন বন্যার জল
চল তোরা পঞ্চগ্রামী
চল তোরা কলিঙ্গধামী
এই কলিঙ্গ বর্তমানে উড়িষ্যা । বর্তমান মনিপুর রাজ্য থেকে উড়িষ্যা যাওয়ার কোন রাস্তা নেই এবং আগেও ছিল না । মহাভারত পড়লে জানা যায়, পাণ্ডবরা কখনোই বর্তমান মণিপুর রাজ্যে আসেননি । এসেছিলেন প্রাকজ্যোতিষপুরে (বর্তমানে অসম রাজ্য) । মহাভারতে যে মনিপুরের সন্ধান পাওয়া যায় সেটা দক্ষিণ ভারত । রবীন্দ্রনাথ শিলংয়ে প্রথম মনিপুরী নাচ দেখেন এবং এই নাচের প্রতি খুব আকৃষ্ট হন । তিনি চিত্রাঙ্গদা নৃত্যনাট্য মঞ্চস্থ করার সময় চিত্রাঙ্গদার নাচ মনিপুরী আঙ্গিকের কথা বলেন । এর সাথে চিত্রাঙ্গদার জন্মস্থানের কোন সম্পর্ক নেই । চিত্রাঙ্গদার নৃত্যাংশ সম্পূর্ন রবীন্দ্রনাথের নিজস্ব ভাবনা ।
ভাষ্যপাঠে - শ্রীমতী শুভশ্রী চ্যাটার্জী
দেবাশীষ ব্যানার্জী
দীর্ঘ ৩৫ বছর তথ্য ও সংস্কৃতি দপ্তরে সেতার শিল্পী হিসেবে যুক্ত ছিলেন এবং সরকারী প্রযোজনায় বহু নাটকের সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন। বহু রেকর্ডিং কোম্পানিতে দেবাশীষ ব্যানার্জীর অ্যারেঞ্জমেন্টে প্রচুর অ্যালবাম প্রকাশিত হয়, যেমন গাথানি, আটলান্টিক, মিউজিক 2020, বঙ্গীয় সঙ্গীত পরিষদ, সাগরিকা, কসমিক হারমনি, U D সিরিজ, মাধুরী মিউজিক্যাল, কৃষ্ণা মিউজিক, এ ডি সাউন্ড, RAGA প্রভৃতি।
সেতারে রবীন্দ্রসঙ্গীতের সম্পূর্ণ অ্যালবাম 'Tagire on Sitar' দেবাশীষ ব্যানার্জীর বাজানো যেটি রাগা মিউজিক থেকে প্রকাশিত হয়।
YouTube এ সম্পূর্ণ রবীন্দ্র সংগীতের অ্যালবাম সেতারে বাজানো এই একটিই রয়েছে । দেবাশীষ ব্যানার্জীর অ্যারেঞ্জমেন্টে আধুনিক লোকসংগীত ভক্তিমূলক, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, দ্বিজেন্দ্রগীতি, অতুলপ্রসাদী প্রায় সব ধরনের গানের অ্যালবাম প্রকাশিত হয়।




Comments
Post a Comment