বিশ্বসুরের আঙিনায় প্রস্ফুটিত রবীন্দ্রগানের মিলনমেলা


শ্রীপার্থপ্রতিম ঘোষ

গত  ১৯ আগস্ট সল্টলেকের ওকাকুরা ভবনে  আয়োজিত 'নীলাভ সংস্কৃতি সংস্থার' দ্বাদশ বার্ষিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কবিগুরু-সৃষ্ট 'ভাঙ্গা গান' অবলম্বনে উপরোক্ত গীতি-আলেখ্য‌‌ । অনুষ্ঠানের সূচনা হয় 'সংগচ্ছধ্বং সংবদধ্বং  …' বেদ গানটি দিয়ে  । তারপর ক্রমান্বয়ে উপস্থাপিত হল অতি সুখশ্রাব্য সঙ্গীতাঞ্জলী । রবীন্দ্রনাথের সংগীত সৃষ্টির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যে সমস্ত প্রাদেশিক, পাশ্চাত্য, শাস্ত্রীয় বা লোকসুরের মায়াজাল কবির মনকে আলোড়িত করত, সেগুলির‌ই অনুসৃত বা অনুকৃতি এবং সক্রিয় মৌলিকতার সৃষ্টিশীলতায় রচিত হয়েছিল প্রায় ২৩৪ টি ভাঙা গান । এই অনুষ্ঠানটির বৈশিষ্ট্য ছিল, একই আসরে মূল গান এবং ভাঙা গান - দুটির‌ই সুরচ্ছটায় শ্রোতাদের অবগাহন করার সুযোগ করে দেওয়া । “Drink to me only /  কতবার ভেবেছিনু, ও মিঞা বেজানুবালে /এ পরবাসে রবে কে,  আজ ব্রজমে সৈঁয়া/ এত আনন্দধ্বনি…" এই সব গানগুলি যখন গীতি আলেখ্যের মধ্য দিয়ে একে একে ধ্বনিত হচ্ছিল, বিচিত্র অনুভূতিতে শ্রোতারা তখন আপ্লুত । 

একক সংগীত পরিবেশন ও অনুষ্ঠান পরিচালনায় সংস্থার সম্পাদক শ্রীসুবীর নন্দী ছিলেন অনবদ্য । কবিগুরুর আপাতদৃষ্টিতে কঠিন গানগুলিকে এমন সহজ ভাবে তিনি উপস্থাপন করলেন, যা ছিল শিক্ষনীয় ও দৃষ্টান্তমূলক । গীতি-আলেখ্যটির রচনাশৈলীর জন্য অবশ্যই তারিফ করতে হয় সে শ্রীমতি মালা চক্রবর্তীর । অংশগ্রহণকারী সঙ্গীতশিল্পীদের সমন্বয় ছিল সুন্দর । বোঝা যায়, এঁরা প্রত্যেকেই নিয়মিত  রেওয়াজ  বা অনুশীলনে দক্ষতা অর্জন করেছেন । 

যন্ত্রানুষঙ্গে যাঁরা ছিলেন, তারা প্রত্যেকেই পরিণত, তাদের সহযোগিতায় সঙ্গীতানুষ্ঠান সর্বাঙ্গসুন্দর হয়ে উঠলো । 

অনুষ্ঠানটিতে রবীন্দ্রভারতী, গীতাবিতান, দূরদর্শন ইত্যাদির শিল্পী সমাগম ছিল লক্ষণীয় ।


পার্থপ্রতিম ঘােষ

৭২ বছর বয়স্ক প্রাণবন্ত সতেজ মানুষ! 

কর্মজীবন ~ ৪৩ বৎসর মিনিস্ট্রি অফ ডিফেন্স সংস্থায় কর্মরত, অবসর সিনিয়র ম্যানেজার হিসাবে ।

শিক্ষা - কমার্স ইঞ্জিনিয়ারিং, কস্টিং, জাপানি, জার্মান ভাষা ।

সাঙ্গীতিক শিক্ষা ~ উপাধি

১) সংগীত বিভাকর (রবীন্দ্র সংগীত), বঙ্গীয় সংগীত পরিষদ, 

) সংগীত বিশারদ (রবীন্দ্র সংগীত), প্রাচীন কলাকেন্দ্র, 

৩) চিত্র বিশারদ (চিত্রকলা), প্রাচীন কলাকেন্দ্র

এ ছাড়া রবীন্দ্র সংগীত শিক্ষা নেওয়া আছে

গীতবিতান শিক্ষায়তন (উত্তর) ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়(স্পেশাল অনার্স ডিসট্যান্স কোর্স)!

পেশাগত পারদর্শিতা -

১) বিভিন্ন সংগীতানুষ্ঠানের কভারেজ ও প্রতিবেদন পেশ করা --যেগুলি বিভিন্ন পত্রিকা/ সংবাদপত্রে প্রকাশিত হয় | 

২) বহু স্বরচিত কবিতা ও স্ব-অঙ্কিত ছবি বিভিন্ন পত্রিকাতে/সংবাদপত্রে নিয়মিত প্রকাশিত ।



Comments

Popular Posts