আশীর্বাণী

 



শ্রীমতী রীণা মুখোপাধ্যায়




আমার রবীন্দ্র সংগীত শিক্ষাগুরু শ্রী শৈলজারঞ্জন মজুমদারের আমাকে লেখা পত্র গুলির মধ্যে কয়েকটি পত্রের ফটোকপি এই পত্রিকাতে প্রকাশ করলাম । তাঁকে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই ।


রীণা মুখোপাধ্যায়



বর্তমানে গীতবিতান শিক্ষায়তনের অধ্যক্ষ পদে আসীন। রবীন্দ্র সংগীত শিক্ষিকা ও শিল্পী । সংগীত শিক্ষাঃ গীতবিতান শিক্ষায়তন থেকে রবীন্দ্র সংগীতে গীতভারতী উপাধি প্রাপ্ত । স্নাতকোত্তর ডিগ্রি (M A - RABINDRASANGEET) স্নাতকোত্তর ডিগ্রি - রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক প্রাপ্ত প্রথম বিভাগে প্রথম স্থানাধিকারী। সঙ্গীতগুরুঃ শৈলজারঞ্জন মজুমদার, প্রফুল্ল কুমার দাস, শ্রীমতি মায়া সেন প্রমুখ । পরীক্ষকঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় । বেতার ও দূরদর্শন শিল্পী । সংগীত পরীক্ষক হিসাবে দেশের অন্যান্য প্রদেশে ও বিদেশে একাধিকবার গমন ।




Comments

Popular Posts