অপ্রকাশিত রবীন্দ্র সংগীত স্বরলিপি
শ্রীদেবাশীষ রায়
আমি দীর্ঘ ৩২ বছর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্বরলিপি দপ্তরে কর্মরত ছিলাম । আমার মূল কাজ ছিল রবীন্দ্রনাথের গানের গ্রন্থ গীতবিতান ও স্বরলিপি গ্রন্থ প্রকাশ, সম্পাদন ও মুদ্রণ করা । পরবর্তীকালে আমি স্বরলিপি আধিকারিক এর দায়িত্ব প্রাপ্ত হই । আমি রবীন্দ্রনাথের সর্বকনিষ্ঠ স্বরলিপিকার । আমার কৃত বহু স্বরলিপি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয় ।
২০০৫ সালে আমার বাল্যবন্ধু সুজয় সোম আমায় বিশ্ব বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়ের কাছে নিয়ে যান স্বরলিপি সংক্রান্ত কিছু কাজের জন্য । প্রথম দিনের আলাপেই সন্দীপবাবু আমায় একটি রবীন্দ্রনাথের গানের অপ্রকাশিত স্বরলিপি দিতে বলেন সেই বছর পুজো সংখ্যার সন্দেশ এর জন্য আমি । আমি ১৪১২ শারদীয় সন্দেশের জন্য রবীন্দ্রনাথের গাওয়া একটি গানের সুর থেকে স্বরলিপি প্রস্তুত করে ওনাকে দিই । এত যত্ন করে উনি গান ও স্বরলিপিটি ছেপেছিলেন তা বলার নয় । গানটি ছিল 'ওগো কাঙাল আমারে কাঙাল করেছ' । এটি রবীন্দ্রনাথ রচনা করেন পতিসরে ১২ আশ্বিন ১৩০৪ বঙ্গাব্দে । সেই সময়কার রবীন্দ্রনাথের ছবি রেকর্ডের ছবি সহ রবীন্দ্রনাথের চিত্রকল্পের একটি আবহ তৈরি করেন অলংকরণ শিল্পী দেবব্রত ঘোষ কে দিয়ে । এত যত্ন করে আজ পর্যন্ত কোন পত্রিকাই স্বরলিপি প্রকাশ করেন নি, এজন্য আমি সন্দেশ পত্রিকার তদানীন্তন সম্পাদক সন্দীপ রায় ও সুজয় সোমের কাছে চির কৃতজ্ঞ ।
দেবাশীষ রায়
সঙ্গীতশিল্পী । বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন স্বরলিপি আধিকারিক।রবীন্দ্রনাথের অনেক গানের স্বরলিপিকার ও স্বরবিতান গ্রন্থর বেশ কিছু খণ্ডের সম্পাদক।সংগীতগুরু, রবীন্দ্রসঙ্গীত ও ব্রহ্মসঙ্গীত বিশেষজ্ঞ । বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসংগীত গবেষণা কেন্দ্রে রবীন্দ্র-স্বরলিপি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।






Comments
Post a Comment